হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষার খবরে হরিপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারনায় আর নিজ নিজ ইমেজের কথাবলে সু-কৌশলে নির্বাচনী মাঠ গোছানোর জন্য মাঠে নেমে পরেছেন। এবার নির্বাচনে দলীয় প্রতিক না থাকার ঘোষনার খবরে সম্ভাব্য প্রার্থীর তালিকায় অনেকের নাম শোনা যাচ্ছে। দলীয় পদ-পদবীর আড়ালে শীতকে উপেক্ষা করে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তের গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং কুশলাদি বিনিময় করছেন। যে কোন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠে নিজ উদ্যোগেই গিয়ে নিজের প্রার্থীতার কথা বলে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান, আওয়ামীলীগ সম্পাদক ক্লিন ইমেরেম মানুষ নতুন মুখ এস এম আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শামীম ফেরদৌস গটর ও বর্তমান ভাইস চেয়ারম্যন ও আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুস্প, হরিপুর উপজেলার বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপির সম্পাদক আবু তাহের। তফশীল ঘোষনা না হলেও এসকল প্রার্থীরা গ্রামগঞ্জে গিয়ে ভোটরার দের সাথে মতবিনিময় করে এলাকার উন্নয়নের কথাবলে ভোটের অগ্রীম নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
২৯৬