Home » হরিপুরে বাঁশ মালী পরিবারের দুর্দিন

হরিপুরে বাঁশ মালী পরিবারের দুর্দিন

by নিউজ ডেস্ক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাঁশ মালী পরিবার গুলোর অর্থ অভাবে দুর্দিন যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে ২৫টি ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বাঁশ মালীর পরিবারের প্রায় শতাধিক মানুষ হতাশায় ভুগছেন। সরেজমিনে গিয়ে দেখা য়ায, হরিপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলো মিটার দুরে বামুনদিঘীর পাড়ে এই পরিবার গুলোর বসবাস। ১৯৭৫ সাল থেকে এখানে তারা কুড়েঘর ও ছাপড়া বানিয়ে জরা জিন্ন পরিবেশের মধে জীবন কাটাচ্ছে। এই পরিবার গুলোর মধ্যে ১৮টি হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি যাদের বংশানু ক্রমে পেশায় বাঁশ মালী, আর ৭টি পরিবার হচ্ছে আদীবাসি। কৃষি কাজ বা চাসাবাদের জন্য তাদের নিজস্ব কোন জায়গা জমি নেই । বাঁশ মালী, দিন মুজুর আর শ্রমিকের কাজ করে চলে তাদের পরিবার। পুকুর পারে বসবাস কারী বিভোতি রানী(৫৫),সরলাদাস(৭০), বুধু হেমরম(৬০),লক্ষী মারডি(৮০) সকলে বলেন, আমরা এখানে ৪৯ বছর ধরে বসবাস করে আসছি। পেশায় আমরা বাঁশ মালী। হাট বাজার ও গৃহস্থের বাড়ি থেকে বাঁশ কিনে নিয়ে এসে বাড়িতে কৃষি কাজের ব্যবহ্নীত, টোকরী, কুলা, ঢাকি, ডালী, হাত পাখাসহ বিভিন্ন জিনিস পত্র তৈরী করে বাজারে বিক্রয় করে যে টাকা পাই তা দিয়েই জীবিকা নির্বাহ করি। বর্তমানে প্লাষ্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারনে আমাদের পন্যের কদর কমে গেছে। বাঁশ ও পাওয়া যায় না দামও বেশী। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পরেছে। আমরা সরকারী সুয়োগ সুবিধাও তেমন পাইনা। আমাদের খোজ খবর কেউ রাখেনা। প্রধানমন্ত্রীর উপহারের বাড়ী ও জমি পাওয়ার জন্য আমরা ইউএনও নিকট গিয়েছিলাম কিন্ত আমরা বাড়ি পাইনি। এলাকার বিভিন্ন জায়গায় খাশ জমি ও পুকুর পারে যারা বসবাস করছিলো তারা সকলেই বাড়ী ও জমি পেলো কিন্ত আমরা পাবোনা কেন?।

You may also like