Home » হরিপুরে সৎসঙ্গ আশ্রম মন্দির উদ্ধোধন করলেন ভারতের ড.শ্রী শ্রী অনিন্দ্যদুতি চক্রবর্তী

হরিপুরে সৎসঙ্গ আশ্রম মন্দির উদ্ধোধন করলেন ভারতের ড.শ্রী শ্রী অনিন্দ্যদুতি চক্রবর্তী

by নিউজ ডেস্ক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সৎসঙ্গ আশ্রম মন্দিরের শুভ উদ্ধোন করেন ভারতের অনুকুল ঠাকুরের নাতি পূজ্যপাদ ড.শ্রীশ্রী অনিন্দ্যদুতি চক্রবর্তী (বিংকি) । বাংলাদেশের উত্তরবঙ্গ পরিক্রমা ২০২৪ খ্রিঃ এর অংশ হিসেবে ধর্মীয় আন্দোলন সৎসঙ্গ এর প্রতিষ্ঠাতা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ৪র্থ পুরুষ (প্রপ্রৌত্র) ড.শ্রী অনিন্দ্যদুতি চক্রবর্তী (বিংকিং) গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা কালীতলায় নবনির্মিত সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় শ্রীশ্রী ঠাকুর অনুকুর চন্দ্রের আশ্রমের মন্দির উদ্ধোধন ও সৎসঙ্গ কেন্দ্র পরিদর্শণ করেন। এসম উপস্থিত ছিলেন সৎসঙ্গের সহ সম্পাদক সৃব্রত আদিত্য, হরিপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মধুসূধন দেবনাথ সহ ৫শতাধিক সনাতন ধর্মীয় লোক জন উপস্থিত ছিলেন।

You may also like