Home » ৮ মাসের কর্মকান্ড নিয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

৮ মাসের কর্মকান্ড নিয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

by নিউজ ডেস্ক
লোকায়ন রিপোর্ট: গত আট মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, তিনি যোগদানের পর থেকে গত আট মাসে জেলায় গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার, সড়ক পরিবহন আইনে ৫ হাজার ১৫২টি মামলায় প্রায় ২ কোটি টাকা সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে, হাড়ানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ২৩৩টি, হাড়িয়ে যাওয়া ১৬০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া আট মাসে জেলায় মাদক মামলা করা হয়েছে ৭৭৮টি, মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৮৩৫ জনকে। মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা ট্যাবলেট ৪৮ হাজার ১৭৫ পিস, ট্যাপেন্টাডোল ট্যাবলেট ৮ হাজার ৮৭১ পিস, ফেন্সিডিল ২ হাজার ৩৯৯ বোতল, তরল ১ হাজার ২৫০ এমএল, গাঁজা ৩৮ কেজি ৬৮২ গ্রাম ও ১৮৯ টি গাছ, হেরোইন ৭৩.৩২ গ্রাম, ট্রইপটিন ১৯৮ পিস, চোলাইমদ ৪৭৪ লিটার ও জাওয়া ১০০ লিটার, বিদেশি মদ ৩৩ বোতল এবং ৩ লিটার ৭৫০।
তাছাড়া আরও নতুন মাদকদ্রব্যের মধ্যে ডিনেচার্জ স্পিরিট ১৫০ লিটার, ব্রপেন ৪০৫ এ্যাম্পল, দিলখুশ ট্যাবলেট ২০৪ পিস, নিউরোরিওন ইঞ্জেকশন-১১০টি এবং ডেক্সমেথাশন ট্যাবলেট ৩ হাজার ৬০০ পিস উদ্ধার করা হয়। গত ৩ দিন আগে জেলার বালিয়াডাঙ্গী থানা এলাকার বিভিন্ন মানুষের হাড়িয়ে যাওয়া ৫১টি উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর করার সময় তিনি এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গত মঙ্গলবার ২৬ মার্চ সদর উপজেলার গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে লধাবাড়ি গ্রামের মধু রাম (৫৫) এর বসত বাড়ি ৪০০ গ্রাম শুকনো গাঁজা ও বিভিন্ন উচ্চতার ১৭৭টি মাদবদ্রব্য ভাং এর গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এবিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আগামী দিনেও জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

You may also like